বন্দরবাজারে ছিনতাইকারী আ ট ক

সিলেট নগরের বন্দরবাজার থেকে এক ছিনতাইকারীকে এক ঘন্টা পর্যবেক্ষণ করে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী এক সদস্য।
শনিবার (১ মার্চ) নগরে বন্দরবাজারে ছিনতাইয়ের অভিযোগে এই তরুণকে আটক করা হয়। সাময়িক ছিনতাইকারীর নাম পরিচয় জানা যায়নি ।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্য বলেন , দীর্ঘ এক ঘন্টা তাকে অনুসরণ করে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতিক সময়ে সিলেট নগরের বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই বাড়ার ফলে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহীকতায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে দেখা যায়।