নির্বাচন করলে সিলেট-২ আসন থেকেই লড়াই করবেন হুমায়ুন কবির

সিলেটের রাজনৈতিক অঙ্গণে নতুন আলোচনা ছড়িয়ে পড়েছে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচনে অংশ নেবেন। এই ঘোষণার পর সিলেটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, হুমায়ুন কবির কোন আসন থেকে লড়বেন।
রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে পরিচয় পর্বে হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়েছেন, “নির্বাচন করলে আমি সিলেট-২ আসন থেকেই প্রার্থী হবো।”
সিলেট-২ আসনটি বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর দিয়ে গঠিত। এখানে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। লুনা এই আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তার কারণে এই আসনটি তার পরিবারের নামে পরিচিতি পেয়েছে। ফলে লুনাকে বাদ দিয়ে হুমায়ুন কবিরকে মনোনয়ন দেওয়া হবে কিনা, তা নিয়ে দলটির ভেতরে গুঞ্জন রয়েছে।
হুমায়ুন কবির বলেন, “সিলেট আমার হৃদয়ে। বিশ্বনাথ-ওসমানীনগর আমার হৃদয়ে। দল চাইলে আমি ওই এলাকা থেকেই প্রার্থী হবো।” তিনি আরও যোগ করেন, “বিএনপি বড় দল। এখানে অনেকে মনোনয়ন চাইবে। তবে মনোনয়ন না পাওয়া মানেই রাজনীতি শেষ নয়। দল যদি ক্ষমতায় আসে, সবাই ক্ষমতায় আসবে—এই চিন্তা আমাদের থাকতে হবে। রাজনীতি কৃপণ মন নিয়ে করা যায় না, বড় মন লাগে।”
তিনি দলের অন্য মনোনয়ন প্রত্যাশীদের জন্যও সুসংবাদ দিয়েছেন, “যিনি বা যারা মনোনয়ন পাবেন না, দল চাইলে তাদের আরও সম্মানজনক আসনে বসাতে পারে। তাই নেতার প্রতি আস্থা রাখতে হবে।”
এদিন বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, হুমায়ুন কবির দেশের মাটিতেই থাকবেন এবং নির্বাচনে অংশ নেবেন। বৈঠকে উপস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীও এ বিষয়ে অবগত ছিলেন এবং জানান, “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে।”
বৈঠক শেষে হুমায়ুন কবিরের মিডিয়া সেল এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি নির্বাচন ও দলের ভেতরের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেছেন।