মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সিলেটের ত্বোহা
মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাজওয়ার হাসনাত তোহা। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ তোফায়েল আহমেদের ছেলে।
তার বাবা মোঃ তোফায়েল আহমেদ ও মা শামসুন্নাহার বেগম দুজনেই শায়েস্থাগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সে বাবা মা’র একমাত্র সন্তান। ত্বোহা শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমী থেকে এসএসসি ও ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
ছেলের এমন উচ্চসিত ফলাফলে তোফায়েল আহমেদ বলেন, আমি চাই আমার ছেলে যেন শুধু ডাক্তার না হয়। সে যেন মানুষের মত মানুষ হয়ে আমাদের মুখকে উজ্জল করে। তিনি তার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।