বিপিএল ২০২৪

রোমাঞ্চ চড়িয়ে সিলেটের বিদায়

রোমাঞ্চ চড়িয়ে সিলেটের বিদায়

ম্যাচে একটা সময় গিয়ে ভবিষদ্ব্যনী সিলেট স্ট্রাইকার্সের পক্ষেও করে বসেছিল কেউ কেউ। বেনি হাওয়েল আর আরিফুল হকে তাণ্ডবে পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। তবে শেষটা পক্ষে আনতে পারেননি হাওয়েল, ফরচুন বরিশালের ছোড়া লক্ষ্যে তীরে এসে তরি থেমেছে দলটির। রোমাঞ্চ চড়ানো ম্যাচ ১৮ রানে জিতে টেবিলে নিজেদের আরও পোক্ত করেছে তামিম ইকবালের দল। অন্যদিকে আসর থেকে খাতা-কলমে বিদায় হয়েছে সিলেটের।