সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড

সিলেট-১ আসনের বদলে সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে মহানগরের আওতাধীণ দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ড। ওয়ার্ড গুলো হচ্ছে- ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২।
বুধবার (৩০ জুলাই) সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে সিলেট-১ ও সিলেট-৩ আসনে এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কেটে সিলেট-৩ আসনে যুক্ত করার প্রস্তাব হয়েছে।
নির্বাচন কমিশন বলছে- নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।