এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিল ন্যাটোভুক্ত দেশ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ন্যাটোভুক্ত একটি দেশ। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক এই জোটে অপেক্ষাকৃত নতুন সদস্য হলেও দেশটির এমন ইঙ্গিতে হইচই পড়ে গেছে। ফিনল্যান্ড বলছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে। প্রয়োজন শুধু আনুষ্ঠানিক প্রস্তাবের। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ন্যাটোর সদস্যরাষ্ট্র ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।
ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী, কোনো দেশকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। তবে তার আগে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে হয়। ফিনিশ সংবাদ সংস্থা এসটিটি-কে স্টাব জানান, এই ইস্যু এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন ফিনল্যান্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। ২০২৩ সালের অক্টোবর থেকেই কঠিন এই প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে ফিনল্যান্ড।
স্টাবের ভাষায়, এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি মনে করি, ফিনল্যান্ডের অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কোনো শর্ত বা শর্ত ছাড়া যদি সরকার কোনো প্রস্তাব দেয়, তাহলে তাৎক্ষণিক তা গ্রহণ করতে রাজি আছেন বলেও জানান স্টাব।
অবশ্য ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও দ্য ফিনস পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তবে আদৌ এ ধরনের কোনো প্রস্তাব দেবে কিনা, তা নির্ভর করছে ফিনিশ সরকারের ওপর।