‘সাদাপাথর লুটকাণ্ডে ফের অভিযান, দুই ট্রাক জব্দ’

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডের রেশ এখনো কাটেনি। সর্বশেষ আরও দুই ট্রাক সাদাপাথর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপজেলার পরিষদ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি ট্রাক ভর্তি ভাঙা সাদাপাথর আটক করে।
পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন—বগুড়ার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ট্রাক দুটি আটক করে থানায় আনা হয়েছে এবং পাথরগুলো উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।