সুনামগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন-এমারুল (৫০), তাঁর স্ত্রী পলি আক্তার এবং তাঁদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক রয়েছেন।
ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব নয়।