সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নি-হ-ত

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নি-হ-ত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থলেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের আবদুল আওয়াল (৪০) ও নুর মোহাম্মদ (৪৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

স্থানীয়দের বরাত দিয়ে রাজন কুমার দাস জানান, সোমবার রাতে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে উপজেলার থলেরবন্দ গ্রামে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সেহেরির সময় ওই দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুল আওয়াল ও নুর মোহাম্মদ গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।