ছাত্রদলের সমাবেশ শুরু

জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও উপস্থিত হন।
এদিকে, সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহাবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। দলীয় নিষেধ থাকলেও দিতে থাক স্লোগান। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহাবাগ ও এর আশেপাশের রাস্তা।
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।