লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন বাংলাদেশের নুর
সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী লটারিতে এক কোটি ৫০ লাখ দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা। আল আইন শহরের বাসিন্দা নুর মিয়া শামসু মিয়া মঙ্গলবার অনুষ্ঠিত সর্বশেষ বিগ টিকিট আবুধাবি র্যাফল ড্রতে এ অর্থ জেতেন।
এদিন শামসুকে র্যাফল ড্রয়ের বিজয়ী হিসেবে ঘোষণার পর তাকে তার জীবন পরিবর্তনকারী সংবাদটি জানাতে ফোন করা হয়। উত্তেজনায় অভিভূত এই বিজয়ী তার আনন্দ প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছিলেন না।
শামসুর বড় জয়ের পাশাপাশি আরো ১০ প্রতিযোগী লাইভ ড্রতে এক লাখ দিরহাম করে জিতেছেন। পাশাপাশি একজন তিন লাখ ২৫ হাজার দিরহাম মূল্যের একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন।
এর আগে আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। এবারের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বাংলাদেশি প্রবাসী শামসু মিয়ার নাম ওঠে তার হাতেই। সূত্র : খালিজ টাইমস