ইউক্রেনের অস্ত্রপ্রধানসহ চার মন্ত্রীর পদত্যাগ
টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। চলতি বছরে হামলা পাল্টা হামলা জোরদার করেছে উভয় পক্ষ। এমন পরিস্থিতির মধ্যে রাশিয়ার অস্ত্র উৎপাদনের দায়িত্ব থাকা প্রধানসহ চার মন্ত্রী পদত্যাগ করেছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, ইউক্রেনের অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা মন্ত্রী পদত্যাগ করেছেন। তাকে এখন প্রতিরক্ষা বিভাগের অন্যকোনো ভূমিকায় দেখা যেতে পারে। এ ছাড়া সরকারে ব্যাপক রদবদল করা হচ্ছে। এর অংশ হিসেবে চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পদত্যাগ করা মন্ত্রীরা হলেন ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা ও ইরিনা ভেরেশচুক এবং স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুর্মাকেও এক ডিক্রির মাধ্যমে রবখাস্ত করা হয়েছে।
দেশটির ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহে সরকারে বড় ধরনের রদবদল হতে পারে।এবারে মন্ত্রিসভায় ৫০ শতাংশের বেশি পরিবর্তনের আভাস দেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের জন্য আগামীকাল হবে বরখাস্তের দিন। আর পরশু দিন হবে নতুন নিয়োগের দিন।
পরিবর্তনের আভাস দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন যাতে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ‘নতুন অবয়বে গঠন করা উচিত।
অন্যদিকে সরকারের এ পরিবর্তনের কঠোর সমালোচনা করেছেন বিরোধী সংসদ সদস্য ইরিনা গেরাশচেঙ্কো। তিনি বলেন, এটি মন্ত্রীবিহীন সরকার। একক সংখ্যাগরিষ্ঠতাবিহীন পার্লামেন্ট। কর্তৃপক্ষ বুদ্ধিজীবী এবং কর্মীদের সংকটের বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে।