নতুন দল গঠন নিয়ে যা বললেন হাসনাত-সারজিস

নতুন দল গঠন নিয়ে যা বললেন হাসনাত-সারজিস

নতুন রাজনৈতিক দল নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এবার সে আলোচনাকে সামনে নিয়ে আসলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রাজনৈতিক দলের বিষয়ে এবার নিজেরাই ঘোষণা দিলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি জানান তারা।

নিজেদের ফেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!

তারা আরও লেখেন, আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।