শাল্লায় ৫ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে সুজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশের নদীতে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
নিহত যুবক শাশখাই গ্রামের (নতুনহাটি) সরজীবন দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান সুজন। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নদীতে পড়ে এক যুবক নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল তার মরদেহ উদ্ধার করে। আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।