জুলাই ঘোষণাপত্র শোনার অপেক্ষায় হাজারো মানুষ

জুলাই ঘোষণাপত্র শোনার অপেক্ষায় হাজারো মানুষ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্ত উদযাপনের পর এই ঘোষণাপত্র পাঠ পর্বের জন্য সেখানে অপেক্ষা করছেন আগত দর্শনার্থীরা।

এই ঘোষণাপত্র শোনার জন্য ঢাকায় আত্মীয়ের বাসায় দুইদিন আগে এসে উঠেছেন যশোর থেকে আসা মোসলেম উদ্দীন।তিনি বলেন, আমি আন্দোলনের সময় ঢাকায় আমার আত্মীয়ের বাসায় থেকে আন্দোলনে অংশ নিয়েছি যাত্রাবাড়ীতে। নিজ চোখে দেখেছি, পাখির মতো মানুষ মারতে। কিচ্ছু বলতে পারিনি। আমার মতো হাজারো মানুষের না বলা কথাগুলো হয়তো এই ঘোষনাপত্রে পাবো। সেই অপেক্ষায় বসে আছি। যশোরে আমার পুরো পরিবারও টিভির সামনে বসে আছে।

বাসাবো থেকে আসা শিহাব ও তার বন্ধুরা বলেন, গতরাতে ঘুমাতে পারিনি। বারবার গতবছরের রাতটার কথা মনে হয়। কতোটা চিন্তায় কাটিয়েছিলাম সেইরাত। আজ আমরা সব বন্ধু একসঙ্গে এসেছি। ভেতরে গতবছরে যে অস্বস্তি অনুভূতি ছিল, তার বিপরীত অনুভূতি হচ্ছে আজ। খুব আশা নিয়ে বসে আছি ঘোষণাপত্র শোনার জন্য।

প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত বছরের এই দিনে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের অন্যতম কর্তব্যের একটি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণা। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র।