চাপাই সীমান্তে ২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের (৩২) মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে নওগাঁ ১৬ বিজিবির অধীনে রোকনপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে রাত ৮টা ৪০ মিনিটে মরদেহ হস্তান্তর করা হয়। পরে বিজিবি গোমস্তাপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করলে পুলিশ ৯ টা ২০ মিনিটে নিহতের পরিবারের কাছে সাইফুলের লাশ বুঝিয়ে দেয়।
১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোমস্তাপুর উপজেলার রহনপুর কোম্পানির অধীনে রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯ এর ৬০ আর এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।’
এরপর রাত ৯টা ২০ মিনিটে মরদেহ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে নওগাঁ ১৬ বিজিবির অধীনে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত ১১৯ এর ৮৮ আর পিলারের মধ্যবর্তী স্থানে বাংলাদেশি চোরকারবারী শূন্য লাইন হতে আনুমানিক ৩ কি.মি. ভারতের অভ্যন্তরে চকচকিয়া মাঠ নামক স্থানে প্রবেশ করলে ১৫৯ ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে।
এতে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে হাসান গোয়ালার ছেলে।