হবিগঞ্জে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের বাহুবলে কবরস্থান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তাইজ উদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মতিন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাহুবলের দৌলতপুর দক্ষিণ পাড় নামক সাকিনে পঞ্চায়েতের করবস্থানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে তাইজ উদ্দিনকে কবরস্থানের বাউন্ডারির ভেতরে একা পেয়ে সুনার আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র ফিকল দিয়ে বুকে সজোরে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মতিন নামের একজন আহত হয়েছেন।

বাহুবল মডেল থানা পুলিশের ওসি জাহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।