সুনামগঞ্জে গৃহবধূর বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খু ন!

সুনামগঞ্জে গৃহবধূর বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খু ন!

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দ্বিতীয় স্বামী কর্তৃক প্রথম স্বামীকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামরূপদলং গ্রামে শুক্রবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটেছে। নিহত দিলার (৪০) গ্রামের লিম্বর আলীর ছেলে।

জানা যায়, ৬ বছর আগে স্বামী ও ৩ সন্তান ছেড়ে পরকীয়া প্রেমিক জাহাঙ্গীর মিয়ার হাত ধরে পালিয়ে গিয়ে প্রথম স্বামীকে তালাক দিয়ে জাহাঙ্গীরকে বিয়ে করেন তেরাবানু নামের গৃহবধূ। কিন্তু সপ্তাহ দিন আগে দ্বিতীয় স্বামীকে ছেড়ে সাবেক (প্রথম) স্বামী দিলার মিয়ার কাছে ফেরত আসেন তেরাবানু। নতুন করে দিলার মিয়ার সাথে তার রোববার (১৩ অক্টোবর) বিয়ে হওয়ার কথা ছিলো। এসব জানতে পেরে জাহাঙ্গীরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় দিলার মিয়ার। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন দিলার মিয়া। শনিবার সকালে বিছানায় রক্তাক্ত অবস্থায় দিলার মিয়ার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। সাথে সাথে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এই হত্যাকাণ্ডের সাথে তেরাবানুর বর্তমান স্বামী জাহাঙ্গীরের সম্পৃক্ততা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী গণমাধ্যমকে বলেন, ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা হয়নি।