সমুদ্রের বুকে প্রেমের জোয়ারে ভাসছেন ট্রুডো-কেটি

অবশেষে শেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। সামনে এলো হলিউড গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর টানটান প্রেমের জ্বলন্ত প্রমাণ। সম্প্রতি কেটির বিলাসবহুল ইয়টে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে তাদের। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন তারা।
দ্য মেইল অন সানডে’র বিশেষ প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কেটি পেরি তার ২৪ মিটার লম্বা কারাভেল ইয়টে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। পেরির পরনে ছিল কালো রঙের সুইমস্যুট, আর ট্রুডো ছিলেন উদম শরীরে। দুজনকেই দেখা গেছে একে অপরের সঙ্গে চুম্বন ও আলিঙ্গনে মগ্ন রয়েছেন। একটি ছবিতে তো ট্রুডোকে কেটির কোমরের দিকে হাত রাখতেও দেখা যায়!
পর্যটকদের একটি তিমি দেখার নৌকা পাশ দিয়ে যাওয়ার সময় ওই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে আমি বুঝতে পারিনি তিনি কার সঙ্গে আছেন। কিন্তু লোকটির হাতে থাকা ট্যাটু দেখেই আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি, ইনি আর কেউ নন, তিনি হলেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর বাঁ হাতে একটি বিখ্যাত ‘হাইডা র্যাভেন’ ট্যাটু রয়েছে। যা আদিবাসী কানাডীয় শিল্প ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসার প্রতীক। তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় গত জুলাই মাসে। সে সময় মন্ট্রিয়লের লে ভায়োলন রেস্টুরেন্টে তাদের প্রথম নৈশভোজে দেখা গিয়েছিল। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে এই ছবিগুলো সেই জল্পনায় সিলমোহর দিয়ে দিল।
ব্যক্তিগত জীবনে দুজনেরই বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ট্রুডো। তাদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘদিনের বাগদান ভেঙে দেন। তাদের একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডোভ ব্লুম।
বন্ধুদের মতে কেটি নাকি ট্রুডোর প্রতি দারুণ আগ্রহী। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানান, কেটি তার (ট্রুডো) প্রতি খুব, খুব আগ্রহী। তিনি বলেন ট্রুডো একজন রিয়েল ক্যাচ, খুবই উচ্চ মানের একজন মানুষ। স্পষ্টতই তিনি ট্রুডোকে খুব পছন্দ করেন। আর ট্রুডোও তাকে অনেক পছন্দ করেন। এই মুহূর্তে কেটি তার লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর থেকে একটি ছোট বিরতিতে আছেন, আর সেই বিরতিতেই কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে প্রেমের ভেলায় ভাসছেন হলিউডের পপ কুইন।