যুক্তরাজ্যে উড্ডয়নের পরই প্লেন বিধ্বস্ত

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই প্লেন বিধ্বস্ত

যুক্তরাজ্যের ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।  

স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে বিচক্র্যাফট বি ২০০ প্লেনটি এ দুর্ঘটনার শিকার হয়।

এসময় ভয়াবহ বিস্ফোরণ এবং আগুনের গোলা সৃষ্টি হয়। এ দুর্ঘটনার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে  সাউথএন্ড বিমানবন্দর।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৪টার দিকে সাউথেএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি প্লেন বিধ্বস্ত হয়। পুলিশ ও জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে উদ্ধার কাজ করছে। বিচক্র্যাফট বি ২০০ এক ধরনের ছোট প্লেন। দুজন পাইলটসহ সর্বোচ্চ ১১ জনকে নিয়ে এ প্লেন উড়তে পারে। দুর্ঘটনার সময় এতে কতজন ছিলেন, তা জানায়নি পুলিশ। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি।