সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় আহত ৭

ক্রমশ; ভয়ঙ্কর হয়ে ওঠেছে সিলেট-তামাবিল সড়ক। সড়কটিতে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। ঘটছে হতাহতের ঘটনা। বেশিরভাগ দুর্ঘটনার অন্যতম কারণ চোরাই পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি। বুধবার (১৪ ফেব্রেয়ারী) রাত ৮ টা থেকে ৯ টায় মধ্যে পৃথক সড়কটির জৈন্তাপুর উপজেলায় চোরাই পণ্যবাহি ডিআই ট্রাকের ধাক্কায় পৃথক ৩টি দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর সীমান্ত থেকে ভারতীয় চোরাই চিনি বহনকারী ডিআই ট্রাক বাঘের সড়ক নামক স্থানে আসা মাত্রাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে যায়। এতে দোকান মালিক ও কর্মচারি আহত হন।
আহতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়নের লাতু নয়ামাটি গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গুরুতর অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর এলাকাবাসী সিলেট-তামাবিল মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শ্লোগান দেন। সিলেট তামাবিল মহাসড়কে মানুষ চলাচলের নিরাপত্তার দাবি তোলে বক্তারা মহাসড়কটিতে চোরাচালান বন্ধের আহ্বান জানান।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় চোরাই পণ্যবাহী আরেকটি ডিআই ট্রাকের ধাক্কায় আরো দুইজন আহত হয়েছেন। তারা সম্পর্কে ভাইবোন।
আহতরা হলেন, উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মারুফ আহমেদ (২২) ও মেয়ে তাসনিমা বেগম (২৩)।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর সীমান্ত থেকে চিনিবাহী ডিআেই ট্রাক সিলেট শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে চিকনাগুল ইউনিয়নের সিলেট গ্যাস ফিল্ড এলাকায় পৌছামাত্র ডিআই পিক-আপ সিলেটগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই ভাই বোন আহত হন।
এছাড়া রাত পৌনে ৯টার দিকে উপজেলার চিকনাগুল ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি সামনে সিলেটগামী একটি মোটরসাইকেল একজন পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহিসহ তিনজন গুরুত্ব আহত হন। আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের আব্দুল মালিক (৬০), মোটরসাইকেল আরোহী আরমান আহমদ (২৩) ইউসুফ আহমেদ (২২)। আহতরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।