‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘ইসি নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে।’
রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ–পরবর্তী মতমিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেয়া।’
ইসির শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া—এমনটা উল্লেখ করে কর্মকর্তাদের তিনি বলেন, ‘আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী ও ন্যায়সংগতভাবে কাজ করার।’
সিইসি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলছেন-আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।’
‘ইসির ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিচ্ছেন’-বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে ইসির ভূমিকা নিয়ে সিইসি বলেন, ‘অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে।’