ক্লাব ‘৮৫ ইউকে এর আগামী ১৭ই জুনের বন্ধু মিলনমেলা প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ক অলোচনা সভা অনুষ্ঠিত

ক্লাব ‘৮৫ ইউকে এর আগামী ১৭ই জুনের বন্ধু মিলনমেলা প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ক অলোচনা সভা অনুষ্ঠিত

গত ১৬ এপ্রিল রাতে  ইস্ট লন্ডনের Grand Rosoi রেস্টুরেন্টে ক্লাব ‘৮৫ ইউকে এর আগামী ১৭ই জুনের বন্ধু মিলনমেলা প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আহবায়ক এমদাদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “ক্লাব ‘৮৫ ইউকে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুবিন খান,ট্রেজারার রুশী রহমান, কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণী, শাহীন মোস্তফা, শাহিদ আহমেদ,রফিক হায়দার,সাদেকা সিদ্দিকী যুথী, শাফকাত সৈয়দ, মোহাম্মাদ আলী বাবু, নিশাত ফারজানা,এনাম মাহমুদ,মোহাম্মদ শাহজাহান, হেপি আহামেদ।

সভায় আগামী মে মাসের ১৭ তারিখের ভিতরে অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী পচাশিয়ান বন্ধুদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ও সবাইকে আগ্রহী করে তুলতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় । 

উল্লেখ্য অনুষ্ঠানটি আগামী ১৭ই জুন লন্ডনের ইম্প্রেশন ভ‍্যানুতে অনুষ্ঠিত হবে ।মেলার দিন উপস্থিত সদস্যদের জন‍্য গিফট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজ পরিবেশন করা হবে । তাই বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি তুমাদের নাম রেজিস্ট্রেশন করে ফেল।