গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যেই চলছে বিশেষ অভিযান, আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে বুধবার দিনভর সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গতকাল রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘণ্টার এই কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।
কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে।’
ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।’
পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি।
এছাড়া, আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ।
আজ সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে রাস্তায় রিকশা, ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছে।
কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান।
মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ২০ জনকে আটক করার কথা জানান তিনি।
আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি মীর মো: সাজেদুর রহমান।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি