সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা

চৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ চরম উত্তেজনা, এলাকাবাসীর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ

চৌকা সীমান্তে বিজিবি-বিএসএফ চরম উত্তেজনা, এলাকাবাসীর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিএসএফ ও বিজিবি’র সাথে দুইপাড়ের সীমান্তবাসী অংশ নিয়েছে। বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ ইট-পাথর ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টা ইট-পাথর নিক্ষেপ করে।

জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকার ওপারে গাছ কাটা শুরু করে বিএসএফের সহায়তায় ভারতীয়রা। এসময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়। বর্তমানে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। 

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।