সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ ২ জন মা রা গেছেন
সুনামগঞ্জের ছাতকে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসানসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতকের সুরমা ব্রিজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত অন্যজনের নাম আব্দুস সাত্তার। আহদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনা স্থলে পুলিশ রয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাস চালক পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, সকাল সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।