এক প্যান্ডেলেই ১০০ তরুণ-তরুণীর বিয়ে

এক প্যান্ডেলেই ১০০ তরুণ-তরুণীর বিয়ে

যশোরের ঝিকরগাছায় বিনা যৌতুকে ১০০ জন তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মে) উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে তাদের এ বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এ গণবিয়ের আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের ১০০ জন তরুণ-তরুণী। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার। অনুষ্ঠানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরাও।

আয়োজক কমিটির সদস্য এম মিকাইল হোসেন বলেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে। পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারে না, আমরা তা নিশ্চিত করে সব আয়োজন করেছি।

বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।