সিলেটে এসএ পরিবহন থেকে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের নাইওরপুলে এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় অভিযানে অংশ নেয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করা হয়।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টাস্কফোর্স সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ করে।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাই পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।