সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে লায়েছ মিয়া (৪৫) নামে একজন মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
তিনি উপজেলার বেহলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
শাহাজুল ইসলাম জানান, সকালে নৌকা নিয়ে গ্রামেই ধান কিনতে বের হয়েছিল। তিনি বিভিন্ন গ্রামে গিয়ে ধান কিনে বড় পায়কারের কাছে বিক্রি করেন। প্রতিদিনের মত সকালে গ্রামেই ধান কিনতে বের হয়। নৌকা নিয়ে চলার সময় উপর দিয়ে পল্লী বিদ্যুৎ তার হাত দিয়ে সরাতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শনি হাওরের পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।