হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েতের সালিশে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগে এই সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পাশের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার গ্রুপের সস্তু মিয়া ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার গ্রুপের জুনেল তালুকদারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের একটি সালিশ বৈঠক চলছিল। সালিশের শেষ মুহূর্তে সস্তু মিয়ার লোকজন ও জুনেল মিয়ার লোকজনের মধ্যে বাক বিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.গোলাম মোস্তফা বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি সালিশ বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।