হবিগঞ্জে ‘নাইন মার্ডার’ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলায় আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার সদরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাহান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, শাহজাহান নাইন মার্ডার মামলার এজাহার নামীয় পলাতক আসামি ছিলেন। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলায় আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিকসহ নয় জন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার ও পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়।