লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বাংলাদেশিদের বিক্ষোভ

লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বাংলাদেশিদের বিক্ষোভ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। বিভিন্ন দেশের বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ করছেন বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদ জানিয়ে। গতকাল লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে যোগ দেন কয়েক হাজার বাংলাদেশি। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত যান।

বাংলাদেশে গত শনিবার কারফিউ জারির পর আজ মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো তা অব্যাহত আছে। সেই সঙ্গে সরকার আজ মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে বলে গতকাল ঘোষণা দিয়েছিল। সারাদেশের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি:

কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে, সেই সাথে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গেছে
·আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এবং র‍্যাব। তারা এটিকে ‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে‌‌’ অভিযান বলে বর্ণনা করছে।
·গত কয়েকদিনের সংঘাত-সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত ১৪১ জননিহত হয়েছেন, মঙ্গলবার সকালে এখনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
·টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছেনা
·আজ সরকারের চারমন্ত্রী একসঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা