বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল

সারাদেশে মঙ্গলবার বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
এর আগে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করে এভাবে কারফিউ শিথিল করা হবে বলে জানিয়েছিলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার কারফিউ শিথিল করার কথা ঘোষণা করা হয়।
এর মধ্যে ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
এছাড়া একেক জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিলের সময় নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসন পরিস্থিতি বিবেচনায় এ সময় ঠিক করছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, চট্টগ্রাম জেলায় সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
তিনি জানিয়েছেন, জেলা প্রশাসকেরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 'কোর কমিটি'র সাথে আলোচনার পর কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিচ্ছেন।
তিনি বলেন, “পরবর্তী আর কোন সিদ্ধান্ত না আসলে কারফিউ চারটার পরে আবার জারি থাকবে।”
এদিকে, স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বেলা ১১টায় কারফিউ শিথিলের পর ঢাকা – চট্টগ্রাম রুটে যাত্রীবাহী কিছু বাস চলাচল শুরু করেছে।
খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেছেন, তার বিভাগে বেলা ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
এছাড়া, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুরে বেলা ১২টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
এদিকে, ফেনি জেলায় সকাল ১১টা থেকে কারফিউ শিথিল হয়েছে, বিকাল চারটা পর্যন্ত শিথিলের পর আবার বজায় থাকবে।
ব্রাক্ষণবাড়িয়া জেলায় বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বরিশাল, কিশোরগঞ্জ, পিরোজপুর, রাজশাহী, মুন্সীগঞ্জ, মাগুরা, ভোলা, নীলফামারী, নোয়াখালী, গোপালগঞ্জে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ।
কারফিউ শিথিলের পর রাজশাহী থেকেও কিছু যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
পাবনায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল হয়েছে।
রংপুরে দুপুর দুইটা থকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। সূত্র: বিবিসি বাংলা