পারভেজ হত্যা : জড়িত সন্দেহে দুই নারী শিক্ষার্থী আটক

পারভেজ হত্যা : জড়িত সন্দেহে দুই নারী শিক্ষার্থী আটক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা নামে দু’ নারী শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবি বলছে, পারভেজ হত্যার পর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিলেন। তাদের গ্রেফতারে অভিযান চালায় ডিবি। আজ বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে তারা জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভবনে দু’ দিন আগে বাসা ভাড়া নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, ঐশী ও টিনা দু’জনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকেই তাদের খুঁজছিল পুলিশ।