রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু, ভস্মীভূত কয়েক শ ঘর

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু, ভস্মীভূত কয়েক শ ঘর

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কয়েক শ বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আরো ১০-১৫ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানিয়েছেন, প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ওসি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
স্থানীয়রা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে।

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো ৩টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তিনি জানান, আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মাঝে একজনের বয়স ৬৩ বছর ও অন্যজনের বয়স ৬ বছর।