ইসরায়েলি হামলার পর ইরানকে যে বার্তা দিল যুক্তরাজ্য
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, ইরানের উচিত নয় ইসরায়েলি এই হামলার প্রতিশোধ নেওয়া।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরও সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ইরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেছে, “ইরান যেকোনও আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনও পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।”
যুক্তরাজ্য বলছে, ইসরায়েলে ইরানের পাল্টা হামলা চালানো উচিত নয়। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) যোগ দিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় সফরে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার।
সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি স্পষ্ট করে বলছি ইরানি আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। এই অঞ্চলে উত্তেজনা এড়াতে হবে এবং সব পক্ষকে সংযম দেখাতে হবে।”
তিনি বলেন, “ইরানের পাল্টা হামলা করা উচিত নয়। আমরা পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা কমাতে মিত্রদের সাথে কাজ চালিয়ে যাব।” সূত্র: বিবিসি, আল-জাজিরা