সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ নোহা গাড়ি আটক

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ নোহা গাড়ি আটক

সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি নোহা গাড়ি আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে কালো রঙের একটি এক্স-নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালালে নয় ধরনের মোট ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকচালানটি দেশে আনা হচ্ছিল স্থানীয় বাজারে সরবরাহের উদ্দেশ্যে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ওসি রতন শেখ কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই এ রুটে একের পর এক বড় মাদকচালান আটক করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক পাচার অনেকাংশে কমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।