সিলেটে এনা পরিবহনের কাউন্টারের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেটে এনা পরিবহনের কাউন্টারের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্টে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এনা পরিবহনের তিন কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিন কর্মচারী— কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা, এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ। তারা কদমতলির ইয়াসিন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিল এবং হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে তারা কর্মচারীদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “ছিনতাইকারীরা সবাই হেলমেট পরেছিল, তাদের হাতে লম্বা দা ছিল। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কদমতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সুমন দাস বলেন, “এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আশপাশের মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

পুলিশের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর পথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।