আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার এ কথা বলেন সিইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সেমিনারটি আয়োজন করা হয়।
বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, তাঁদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেমিনারে অংশ নেন।
এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি বাছাইয়ের জন্য রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ বিফলে যাবে।
আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে: সিইসি
প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ প্রসঙ্গে সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। যাত্রা শুরু হোক। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। আমরা সীমিত পরিসরে চালু করতে চাই। এ জন্য আপনাদের সমর্থন চাই। আশা করি, সমর্থন পাব।’
এ এম এম নাসির উদ্দিন জানান, বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে ইসির কাজ জাতিকে অবহিত করা হবে। তিনি অংশগ্রহণকারীদের প্রতি এই সেমিনারে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তী সময় লিখিতভাবে মতামত দেওয়ার আহ্বান জানান।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে সেমিনারের আয়োজন করা হয়
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে সেমিনারের আয়োজন করা হয়ছবি: প্রথম আলো
কার্যকর পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোট—এই তিন বিকল্প প্রক্রিয়া নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তবে কোনো পদ্ধতি এখনো চূড়ান্ত করা হয়নি। পদ্ধতিগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে, জানান সিইসি।