হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টায় ও সাড়ে ১১টার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রনি মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে। 

অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে একটি লরির পেছনে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। যদিও তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- লরির ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।