লাইফ সাপোর্টে সীমানা, শারীরিক অবস্থার অবনতি
অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
তার শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কালবেলাকে এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি বলেন, ‘আমরা সীমানার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তবে বলার মতো তেমন কোনো আশার কথা জানাতে পারেনি চিকিৎসকরা। তার অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় বুধবার (২৯ মে) অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেই চলছে তার চিকিৎসা। মস্তিষ্কে রক্তক্ষরণের পর সীমানার কিডনি ফল করেছে, অক্সিজেনসহ নানাবিধ ঝামেলা যুক্ত হচ্ছে। সবাই তার জন্য দোয়া করুণ। আল্লাহ যেন তাকে তার পরিবার এবং আমাদের কাছে সুস্থ করে ফিরিয়ে দেন। আবার যেন সে কাজে ফিরতে পারেন।’
অনেকদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন সীমানা। সবকিছু গুছিয়ে আবারও কাজে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার এই অভিনেত্রী।