খুলনায় আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ

খুলনায় আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা নগরীর শিববাড়ি, রয়্যাল মোড়, সাতরাস্তা মোড়, ময়লাপোতা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

অবরোধের শুরুতে নগরীর ময়লাপোতা মোহন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থীরা রয়্যাল মোড় এলাকায় এলে পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে রাখে।

অন্যদিকে আন্দোলনের মুখে সাতরাস্তার মোড়ে থাকা পুলিশের দুটি গাড়ি পিছু হটলেও দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করে দেয়। পরে নগরীর শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, সাতরাস্তা মোড়, ফুল মার্কেট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, গতকালই আমাদের ঘোষণা দেওয়া ছিল আর কোনো ছাত্রকে আন্দোলন করতে দেওয়া হবে না। তারা আইন নিজেদের হাতে নিয়েছে। আমাদের ওপর হামলা করেছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।