মোদির পর এবার চীনে পৌঁছেছেন পুতিন

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে পৌঁছেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়েছে। চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। রুশ বার্তা সংস্থা তাস এ দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘ইতিহাসের সেরা পর্যায়ে’ আছে। দুই দেশের সম্পর্ককে তারা বলেছে সবচেয়ে ‘স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’।
দুই দিনের এই শীর্ষ সম্মেলনে প্রায় ২০ দেশের নেতা অংশ নিচ্ছেন। সম্মেলনটি আয়োজন করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)।
২০০১ সালে ছয়টি ইউরেশীয় দেশের মধ্যে গঠিত সংগঠনটি এখন ১০ স্থায়ী সদস্য ও ১৬টি পর্যবেক্ষক দেশ নিয়ে বিস্তৃত। সন্ত্রাস দমন ও নিরাপত্তার পাশাপাশি সংগঠনটি এখন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাও করে আসছে।