হাসিনার পদত্যাগ দাবিতে লন্ডনে মানববন্ধন

হাসিনার পদত্যাগ দাবিতে লন্ডনে মানববন্ধন

বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণ ছাড়া সম্প্রতি প্রহসন মূলক ডামি নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামীলীগ সরকার। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের পাতানো খেলা, যা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে ও সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফেরাতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
গত ২২ জানুয়ারি মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে বাংলাদেশের প্রহসনের নির্বাচন বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লন্ডনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী রায়হান আহমদ এর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন রফিক আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে সাবেক সেক্রেটারী সৈয়দ জামাল আহমদ, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মুনিম ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক মোঃ ফখরুল আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শামিমুল হক, এনবিসি ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইন, ছাতক উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, সেক্রেটারি তাহমিদ হোসেন খান,সহ সেক্রেটারি আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, সহকারী সেক্রেটারি মো: আমিনুর রহমান,শরিফ আহমদ মোর্শেদ,মোঃ সাইদুজ্জামান তারেক, মোহাম্মদ তাজুল ইসলাম, মোছাঃ নিপা বেগম,সহ সাংগঠনিক সম্পাদক আহমদ আলী,মোঃ হাসানত আল হাবীব, আবদুন নূর, মোঃ সালেক আহমেদ,মো: ফজল আহমদ,মো: আলম আহমদ,মো: ফরহাদ হোসেন,নাসির হোসাইন অপু,শিব্বির আহমদ,জুবায়ের আহমদ,সাবের আহমদ,রেজাউল ইসলাম খান,মাহফুজ আল আনান,মাহবুব আহমেদ সালেহ,মো: সুলতান আহমদ,মাহফুজ আহমেদ চৌধুরী,সুফিয়ান আহমদ,মারুফ আহমদ,শেখ রেদওয়ান হোসাইন,রোহান তারিক,কাওছারুল আম্বিয়া,দেলোয়ার হোসেন,আব্দাল মিয়া,শিমুল ইসলাম,মোহাম্মদ হাসনাত আল হাবিব,মিনহাজ উদ্দীন,নজরুল ইসলাম,মো: তাজুল ইসলাম,ছালিক আহমদ,আব্দুর রহমান,মনিরুজ্জামান খান,তোফায়েল আহমদ,প্রীতম ঘোষ,মোহাম্মদ মাজেদ হোসেন,আবুল হাসনাত হাবিব,জাবের হোসাইন,সাইফুল ইসলাম ভুঁইয়া ও জাবেদ আহমদ।
মানববন্দনে উপস্থিত ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ সভাপতি করিম মিয়া, জোবায়ের আহমে, মো: ছাবিদ মিয়া, ইসলাম উদ্দীন, মির্জা এনামুল হক, শেখ আবুল ফাত্তাহ, কাওছার আহমেদ চৌধুরী,মির্জা সাইফুল,মো: ইকবাল হোসেন,শাহিন আহমদ,কাজী মোজাম্মেল হোসাইন,মো: ফাহাদুজ্জামান,হোসাইন খান, মোহাম্মদ নজরুল ইসলাম,মোহা: ওসমান গনি, সাথী আক্তার,শারমিন বেগম,দিপা বেগম, বিরহাম উদ্দীন, সাইম উদ্দিন, তোফায়ে আহমদ,হানিফ রব্বানি,সেবুল আহমদ,আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেন,রুবেল আহমেদ,জুনের আহমদ,শেরওয়ান আলী,এ কে এম তারেক,নজরুল ইসলাম,মো: মারুফ আহমদ,মো: সাইফুর রহমান,মো: ফান্টু,আশরাফুল আলম,মুক্তাদির আহমদ,মুহিবুর রহমান সাহেদ,সুফিয়ান আহমদ,রিয়াজ উদ্দীন,ছালিক আহমদ,আব্দুন নুর,মশিউর রহমান,মো: এবাদুর রহমান,মাহবুবুর রহমান,জাকির হোসাইন,নিকুলাস মল্লিক,খসরু মিয়া,শামছুর রহমান,জাকারিয়া আল হাসান,মোজাম্মিল আলী,রুবেল আহমদ,জাবেদ হোসাইন,ফাইজ মাহমুদ,মো: ওয়াহিদুর রহমান,শাহ মো: সাহিদুর রহমান,ইউসুফ হোসাইন,ইকবাল হোসাইন,জাবেদ আহমদ,মারুফ আহমদ,মইন উদ্দীন,আব্দুর রহমান,রুমেল আহমদ,ফরহাদ হোসেন,সামাদ রায়হান,মারজান মিয়া,তোফায়েল আহমদ,জাহাংগীর আলম,এস এম আশরাফ উদ্দীন,আব্দুল্লাহ আল মারুফ,কামরান আহমদস্ত,এ আর আতাবুর রাজা,নাঈম আল হোসাইন,সাদিকুর রহমান,সোহেল আহমদ,সামিউল আলম সামি,শিব্বির আহমদ রুকন,সাব্বীর হাসান,আল আমিন জান্নাত সিদ্দিক,রেজাউল করিম,মারজানুর রহমান রিপন,মুজাহিদ হোসেন মুছা,মো: আশরাফুল আলম,মো: সাইফুল ইসলাম,মো: আশফাক আহমদ জবলু,মো: আতিকুল ইসলাম,আজমল আলী,রাহেল আহমদ,গিয়াস উদ্দীন সোহাগ,নজরুল ইসলাম,মো: শরিফ মাহমুদ,কাওছার আহমদ,আহমদ মহসিন,মো: তানভীর হোসেন সিদ্দিকী,আনোয়ারুল ইসলাম,ফাহিম আহমেদ,এনামুল হোসেন,মো: শাহজাহান আহমদ,মো: জাকিরুল ইসলাম,জাহান মিয়া,মো: তফুর আহমদ,মোস্তফা আহমেদ,তারেক আহমদ,ইমরান আহমদ মিছবাহ,আকবর আলী,মোস্তাফিজুর রহমান চৌধুরী হিমেল,দিলোয়ার হোসাইন,জাহেদ আহমদ, মো: মাহফুজুর রহমান, আলিম উদ্দীন,কিবরিয়া আহমদ চৌধুরী,কামরুল হাসান নাসিম,মো: অলিউর রহমান,জাহিদুল হক মোমেন,মো: আমিরুল মোমিন রেজা,মো: মিফতা উদ্দীন,সালমান মনসুর,ফাইজ মাহমুদ,মো: শাহীন মিয়া,মো: হারুন মিয়া,জাহিদ আহমদ,হাবিবুর রহমান,মিনহাজ উদ্দীন খান,মিজানুর মিয়া,আব্দুল আজিজ খান তাওহীদ অনিক,মুহাম্মদ তাহমিদুল ইসলাম,মো: রেজাউল করিম,মামুন আহমদ,এস আস ইসলাম,শরীফ আল মামুন,মো: রাইহান মিয়া,রহমান উদ্দীন,এবাদুর রহমান,আরাফাত রহমান,মো: আজিজুল ইসলাম,এমরান আহমদ,রায়হান হুসেন,মাকসুদ ইবনে ওয়াহিদ করেছ,মো: হাসনাত আল হাবীব,মোহাম্মদ মাহফুজুল বারী জুবায়ের,আলী আহমদ,লায়েক আহমদ,নুরুজ্জামান আহমদ,ইমাম ফয়জুল হক,মো: শাহিদুল ইসলাম সৌরভ,মো: ইমাম উদ্দীন রওনক,মো: ইসলাম উদ্দীন,ইসহাক আহমদ,মামুন আহমেদ,তোফায়েল আহমেদ,ওয়ালিদ হুসেন,রুমেল আহমদ,আবু তাইয়েব,রফিকুল ইসলাম,তামান্না ইসলাম,শেখ আশরাফুজ্জামান,ইউসুফ হোসাইন,মোহাম্মদ মাহফুজুর রহমান,মো: সোহাগ আহমদ,তাজ উদ্দীন,তারেক আহমদ,মাহবুব আহমেদ সালেহ,শাওন,আকতারুজ্জামান, শহীদ আহমদ, আব্দুল্লাহ নাঈম ,অলি আহমেদ, মাহবুব সালেহ, সাদিয়া আক্তার প্রমুখ।