সেনা,নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনে কাজে লাগানো হবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনা,নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনে কাজে লাগানো হবে: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে.মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) তিনি সিলেট সফরে এসে সিলেট জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এসময় তিনি নুরুল হক নুরুর উপর হামলা প্রসঙ্গে বলেন, তিনি জাতিয় পর্যায়ের নেতা, তার উপরে হামলার ঘটনা দুর্ভাগ্যজন। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

তিনি সাদাপাথর লুট সংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দুদকও সরকারী একটি প্রতিষ্ঠান, তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টার সদরদপ্তর, সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন।
বিকেলে তিনি সিলেট ক্যান্টলমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে।