বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে লন্ডনে মানববন্ধন

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে লন্ডনে মানববন্ধন

মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিমস ইউকের উদ্যোগে গত ২৯ এপ্রিল বৃটিশ পার্লামেন্ট এর সামনে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন। যৌথভাবে মানববন্ধন পরিচালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি তানভীর আহমেদ ও এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি রবিউল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমিয়তে উলামা বাংলাদেশ ইউকে শাখার সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট যুক্তরাজ্য সভাপতি ড: শামসুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান, আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল ও জাতীয়তাবাদী ওলামা দল ইউকের সভাপতি মাওলানা শামীম আহমেদ।

জাস্টিস ফর ভিক্টিমস ইউকের নেতা-কর্মীরা পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে মিলিত হয়ে মিছিল সহকারে ব্রিটিশ পার্লামেন্টের দিকে রওনা দেন।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের ফ্যাসিবাদি সরকার মানবাধিকারের তোয়াক্কা করছে না। ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হচ্ছে। সাজানো বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে। দেশের বিচার বিভাগকে কব্জায় নিয়ে ভিন্নমতের সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে কারাদণ্ড দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ডাক্তাররা বারবার সুপারিশ করা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্রের অবশিষ্ট কিছু নেই। সবকিছুই এখন চলে এক ব্যক্তির ইচ্ছায়। বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের দোসর হিসাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব রকমের সহযোগিতা করছে ভারত। ভারতের সাবেক পররাষ্ট্রসচিব পিনাক রঞ্জন সম্প্রতি এক বক্তব্যে প্রকাশ্যেই বলেছেন, কিভাবে শেখ হাসিনাকে ভারত ৭ জানুয়ারীর সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রেখেছে। বক্তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে দেশবাসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, লড়াই ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, জাস্টিস ফর ভিক্টিমস এর অরগানাইজেশন সেক্রেটারি মো করিম মিয়া, ফাইট ফর রাইটস ইন্টারন্যশনাল সভাপতি মোঃ রায়হান উদ্দিন, সেক্রেটারি বুরহান উদ্দীন চৌধুরী, সিলেট জেলা পশ্চিম শিবিরের সাবেক সেক্রেটারি আশিক উল্লাহ হাবিব মানবাধিকার কর্মী শাহাব ফারহান চৌধুরী, নাদিয়া ফাতেমা, আরও বক্তব্য রাখেন জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমদ,জাস্টিস ফোর ভিক্টিমস এর মেনেজমেন্ট সম্পাদক মারুফ আহমদ, মাই বাংলাদেশ সভাপতি খলিলুর রহমান, জাস্টিস ফর ভিক্টিমস এর এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদ সোবহান,পাবলিসিটি সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম,রিলিজিয়াছ সেক্রেটারি মোঃআবদুল মালিক,এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি মোঃ মহি উদ্দীন ওমর, আব্দুর রহমান,কালচারাল সেক্রেটারি জাকারিয়া আহমদ,এসিস্ট্যান্ট অফিস সেক্রএডুকেশন সেক্রেটারি মোঃ আব্দুল হাদি,অ্যাসিস্ট্যান্টঅফিস সেক্রেটারি আবদুল ওয়াহিদ তালিম,এসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি মোক্তাদির আহমদ,এসিসট্যান্ট অরগানাইজেশন স্ক্রেটারি মাজেদ আহমেদ উজ্জল,কালচারাল সেক্রেটারি ,জাকারিয়া আহমেদ,ইভেন্ট মেনেজমেন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল ইমরান ,অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট মেনেজমেন্ট সেক্রিয়ারি মো: সাব্বির হাসান, আহমদ আলী ,সিনিয়র নেতা ,জাস্টিস ফোর ভিকটিমস ইউকে, হযরত মাওলানা নুরুল ইসলাম, মো:নাজমুল ইসলাম, সাবেক শিবির নেতা ,সিলেট ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়।

মাহবুব হাসান মাহফুজ, ৩ নং অলংকারী ইউনিয়ন ছাত্রদল ও সিনিয়র সদস্য,বিশ্বনাথ উপজেলা ছাত্রদল, মানবাধিকার নেতা মোহাম্মদ লতিফ আহমেদ, লন্ডন মহিলা দল নেত্রী নাদিয়া সুলতানা, জাহিদ আহমদ , ছাত্র দল নেতা আব্দুর রহমান , অ্যাসিস্ট্যান্ট অফিস সম্পাদক ,জেএফভি, জালাল আহমেদ ,ফাহিম আহমেদ ,মো: নুরুল ইসলাম ,কবির আহমেদ,আশরাফুজ্জান জুয়েল, তুফায়েল আহমেদ,মুহাম্মেদ জাহিদুর রহমান,আশিকুল্লাহ আবিদ,তানজীম আহমেদ,আবদুল মুমিন,জুয়েল আহমেদ,হাবিবুর রাহমান ,সাইয়েদ মনফর আলী,আবদাল মিয়া,শাহিন সরকার, মানিক আহমেদ মঈন,মুহিবুর রহমান বুলবুল,নুসরাত জাহান পলি,মো: রুমন আহমদ ,মো: কামাল হুসেন,মিনহাজ উদ্দীন খান,উজ্জ্বল চৌধুরী,মোছাম্মৎ নাজমুন নেছা দিনা, সহকারী সাংগঠনিক সম্পাদক , এফটিআই ইউকে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম , সিলেট ১৮ নং ওয়ার্ড বিএনপি হেলথ সেক্রেটারি, কয়েছ মকছুদ ইবনে ওয়াহিদ ,অ্যাসিস্ট্যান্ট মিডিয়া সেক্রেটারি ,জাস্টিস ফোর ভিকটিমস ইউকে,মো: মারুফ আলম ,মঞ্জু।মো: সুলতান আহমেদ,কামরুল ইসলাম ,মো: খলিলুর রহমান,ফাহিম আহমেদ,ইউসুফ আহমেদ ,রফিক আহমেদ, হুমায়ুন আহমদ,আহমদ আলী, আমিনুল ইসলাম সফর,ইকবাল হুসেইন,সিনিয়র নেতা ফাইট ফর রাইট ইন্টারনেশনাল,রাশেদা আক্তার নেন্সি, ইসরাত জাহান,মাহমুদ হুসেইন,আলম আহমদ, মোহাম্মদ আহমদ, মো: ইকবাল হুসাইন,অ্যাসিসটেন্ট সেক্রেটারি,নিরাপদ বাংলাদেশ চাই ,ইউকে, তারেক আহমেদ,বুরহান উদ্দিন, হানিফ রব্বানী ,মিলাদ, এম,এম ইয়াজদিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি