সিলেটে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট বিভাগের দুই জেলার সীমান্ত থেকে প্রায় ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার (২ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা, মিনাটিলা,  লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারি বিওপির জওয়ানরা অভিযান চালায়।

এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট ও মাদকদ্রব্য জব্দ করেন তারা।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন,  শিং মাছ ও মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন ধরনের পণ্যও জব্দ করেছেন বিজিবি জওয়ানরা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ১৬ হাজার ৭৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।