কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তাৎক্ষণিক পদক্ষেপ জেলা প্রশাসক

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তাৎক্ষণিক পদক্ষেপ জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সোমবার (২০ অক্টোবর) দুপুরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সার্বিক অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের নানা অভিযোগ শোনেন।

স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট, অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রধান সমস্যা হলো—চরম ময়লা-অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবায় অবহেলা, অকার্যকর অ্যাম্বুলেন্স, ডাক্তার-নার্সের অনিয়মিত উপস্থিতি, লোকবল সংকট এবং ৫১ শয্যাবিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম এখনও চালু না হওয়া।

অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক  সারওয়ার আলম তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “আমি সবখানেই মানুষের দুঃখ-কষ্ট শুনতে ও সমস্যা সমাধান করতে যাই। কানাইঘাটেও সেই উদ্দেশ্যেই এসেছি। এখানে এসে নিজ চোখে দেখলাম—স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থা অত্যন্ত শোচনীয়। পুরো জায়গাটি যেন ময়লা-আবর্জনার ভাগাড়।”

তিনি জানান, আজ থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ১৫ জন লোক দিয়ে নতুন ও পুরাতন দুই ভবনে পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। এছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে লোকবল সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরও বলেন, “সন্তান প্রসব সেবা যেন সঠিকভাবে নিশ্চিত হয়, সেটি দেখব। পাশাপাশি দীর্ঘদিন ধরে অচল থাকা নতুন ভবনটি দ্রুত চালু করার ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসির আশ্বাসে  শুনে উপস্থিত জনতার মাঝে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।