সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকাল কারফিউ জারি, সারা দেশে নিহত অন্তত ১৪ জন

সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকাল কারফিউ জারি, সারা দেশে নিহত অন্তত ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু রোববার সারাদেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিলো সরকার।

রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ১৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেক মানুষ।

৮ মিনিট আগেবগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষে নিহত ৩
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, তাদের কাছে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

এছাড়া আহত অবস্থায় ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

নিহতের নাম মনিরুল ইসলাম এবং বয়স ২২ বছর বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার গালিব খান। নিহত ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছে।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত আহত ৪০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, বিক্ষোভকারীরা সদর থানা, দুপচাঁচিয়া থানা, দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবন, বগুড়া টি অ্যান্ড টি অফিস, আওয়ামী লীগের কার্যালয়, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া সকাল থেকে একের পর এক আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবং সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে রোববার সকালে নগরের সিটি বাজারে সামনে আন্দোলনকারীরা জড়ো হয়।

এ সময় সরকারদলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এর আগে মুন্সীগঞ্জে দুজন এবং মাগুরায় একজন নিহতের খবর পাওয়া গিয়েছে।