ড. ইউনূসের নকশা ও পরিকল্পনায় বিপিএলের নতুন আসর
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের নতুন আসর শুরু হচ্ছে ডিসেম্বরে। টুর্নামেন্টের দ্বাদশ আসর ঘিরে ভিন্ন কিছু করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এবার জানা গেল এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।
জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস নিজে প্রধান সংগীতের জন্য দুটি লাইনও লিখেছেন, যা এই আসরকে নতুন মাত্রা দেবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী বিপিএলের অংশ হিসেবে সরকারের পরিকল্পনায় একটি যুব উৎসব আয়োজন রয়েছে। যা সফল করতে বিসিবিকে সরকারের নয়টি মন্ত্রণালয় সহযোগিতা করছে। এই আসরটি শুরু হবে ৩০ ডিসেম্বর।
বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানিয়েছেন, ‘বিপিএল চলাকালীন এই যুব উৎসব জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করবে। এই উদ্যোগের অনুমোদন দিয়েছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনুস।’
ইতিপূর্বে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, অধ্যাপক ইউনুসের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে পরিচালিত একটি নতুন ও পুনর্গঠিত বিপিএল আয়োজনের লক্ষ্য রয়েছে, যা জনগণের সম্পৃক্ততা বাড়াবে। অধ্যাপক ইউনুস আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, যেমন অলিম্পিক পরিকল্পনায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন।
বিসিবি আরও জানায়, বিপিএল প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে এবং ম্যাচগুলো পরিবেশবান্ধব উপায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।